
আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম। তিনি জানান রবিবার রাত ১১ টা ২৫ মিনিটে র্যাব ১৩ অভিযান চালিয়ে গাইবান্ধা পৌর শহরের সোহাগ বোডিং নামে একটি আবাসিক হোটেলে
তল্লাশী চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাজা সহ মোঃ হানিফ(৩০), ছামিউল হক(৩২), লিমন ইসলাম (২০) নামে ৩ জন মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করে। গ্রেফতার মোঃ হানিফ লালমনিরহাট জেলা সদরের খোচাবাড়ী গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে, ছামিউল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের এনামুল হকের ছেলে ও লিমন ইসলাম একই এলাকার দুলাল মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 









