শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাহিদুজ্জামান নিশাদকে নিয়ে অপপ্রচার: সাঘাটা-ফুলছড়ি বিএনপির প্রতিবাদ।

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৫৮ Time View

সাঘাটা-ফুলছড়ি, গাইবান্ধা-৫ আসনের গণমানুষের নেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদকে নিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও পোস্টারের মাধ্যমে ছড়ানো এসব বিভ্রান্তিকর তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতারা।

মঙ্গলবার ১০ মার্চ রাত ৯টায় বোনারপাড়া জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে এক জনাকৃন সংবাদ সম্মেলনে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু মিয়া।

তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামল থেকে অদ্যাবধি জনাব নাহিদুজ্জামান নিশাদ সাঘাটা ও ফুলছড়ির সাধারণ মানুষের পাশে আছেন। তিনি এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মরহুম আব্দুল্লাহ মণ্ডল একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন, যিনি বগুড়া শহর বিএনপির সহ-সভাপতি ছিলেন। এছাড়া তার ভগ্নিপতি মেজর রাসেল পিএসসি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বগুড়া শহর ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।”

তিনি আরও বলেন, “গাইবান্ধা জেলা বিএনপির সুপারিশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে জনাব নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করা হয়। এই ঘোষণার পর সাঘাটা ও ফুলছড়ির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও মিলাদের আয়োজন করা হয়। কিন্তু তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ভিত্তিহীন গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলছড়ি সাঘাটা উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি জনাব নাহিদুজ্জামান নিশাদকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে বিপুল জনসমর্থনের মাধ্যমে গাইবান্ধা-৫ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। তারা সকল নেতা-কর্মীদের বিভ্রান্ত না হয়ে একতাবদ্ধ থেকে বিএনপির আদর্শের পথে থাকার আহ্বান জানান।

এ সময় বক্তারা অপপ্রচারকারীদের শুভবুদ্ধির উদয় কামনা করেন এবং সকলকে সুষ্ঠু রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Tavir Rahman

জনপ্রিয়

ব্যাংকক গেছেন আবদুল হামিদ ইমিগ্রেশনের অতিরিক্ত এসপি প্রত্যাহার, তদন্ত কর্মকর্তা বরখাস্ত

নাহিদুজ্জামান নিশাদকে নিয়ে অপপ্রচার: সাঘাটা-ফুলছড়ি বিএনপির প্রতিবাদ।

Update Time : ০৫:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

সাঘাটা-ফুলছড়ি, গাইবান্ধা-৫ আসনের গণমানুষের নেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদকে নিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও পোস্টারের মাধ্যমে ছড়ানো এসব বিভ্রান্তিকর তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতারা।

মঙ্গলবার ১০ মার্চ রাত ৯টায় বোনারপাড়া জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে এক জনাকৃন সংবাদ সম্মেলনে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু মিয়া।

তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী শাসনামল থেকে অদ্যাবধি জনাব নাহিদুজ্জামান নিশাদ সাঘাটা ও ফুলছড়ির সাধারণ মানুষের পাশে আছেন। তিনি এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মরহুম আব্দুল্লাহ মণ্ডল একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন, যিনি বগুড়া শহর বিএনপির সহ-সভাপতি ছিলেন। এছাড়া তার ভগ্নিপতি মেজর রাসেল পিএসসি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বগুড়া শহর ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।”

তিনি আরও বলেন, “গাইবান্ধা জেলা বিএনপির সুপারিশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে জনাব নাহিদুজ্জামান নিশাদকে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করা হয়। এই ঘোষণার পর সাঘাটা ও ফুলছড়ির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও মিলাদের আয়োজন করা হয়। কিন্তু তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ভিত্তিহীন গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলছড়ি সাঘাটা উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বলেন , আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি জনাব নাহিদুজ্জামান নিশাদকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে বিপুল জনসমর্থনের মাধ্যমে গাইবান্ধা-৫ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। তারা সকল নেতা-কর্মীদের বিভ্রান্ত না হয়ে একতাবদ্ধ থেকে বিএনপির আদর্শের পথে থাকার আহ্বান জানান।

এ সময় বক্তারা অপপ্রচারকারীদের শুভবুদ্ধির উদয় কামনা করেন এবং সকলকে সুষ্ঠু রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানান।