
বিরামপুরে ৭ বছরের ২ কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তাকে আটক করে পুলিশ। আটক মমিনুল বিরামপুর থানার দিওড় গ্রামের মৃত আইয়ুব আলী মন্ডলের ছেলে।
জানা গেছে, টিভি দেখার প্রলোভন দেখিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী দুই শিশুকে ঘরে ডেকে নিয়ে আসেন মমিনুল। এরপর ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ চেষ্টা করেন তিনি। তখন ওই দুই শিশু চিৎকার করলে মমিনুল তাদের হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়।
বাড়ি ফিরে এসে ওই দুই শিশু তাদের মায়ের কাছে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যান মমিনুল। এরপর গভীর রাতে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মমিনুলকে আটক করে।
এ বিষয়ে পরিদর্শক মো. আতাউর রহমান বলেন, মমিনুলেন বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এর ৯(১) ধারায় মামলা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Reporter Name 















