হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের মেয়েকে ধর্ষণের খবর শুনে মারা গেছেন এক বাবা। এই ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
এর আগে এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আটককৃতরা বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশা বনমথুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রবিবার বিকেলে শিশুটি বাড়িতে খেলছিল। এক পর্যায়ে শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে দুই কিশোর। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে কিশোররা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভিকটিমের মামা জানান, ধর্ষণের শিকার শিশুটির পিতা বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। রবিবার বিকেলে তার মেয়ের ঘটনা শোনার পর থেকে তিনি অসুস্থতাবোধ করেন। এক পর্যায়ে সোমবার সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।