
জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস )এর রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার বিকাল ৩ টার সময় শহরের পাবলিক লাইব্রেরী হলরুমে গাইবান্ধা জেলা জাসাস এর আয়োজন এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জাসাসের আহব্বায়ক বজলুল করিম রুপু ও সদস্য সচিব খান মোহাম্মদ কাওছার ওয়াহিদ সুজনের সঞ্চালনায় এবং জাসাস কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফেরদৌস ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন রোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ উল্যাহ চৌধুরী ও শাহিনুর আবেদীন। এছাড়াও রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, নীলফামারী জেলার জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর, নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, জাসাসের নেতাকর্মীরা।তারা সামাজিক উন্নয়নে জন্য, নিরঅলসভাবে কাজ করে যাচ্ছে।’এই কর্মী সভায় জাসাসের ভবিষ্যৎ কার্যক্রম, এবং সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা, ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষীন করে পৌর পার্কে এসে শেষ হয় ।