
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুর্ব অনন্তপুর গ্রামে পুর্ব শত্রুতার জেড় ধরে বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী মোছা: হাসিনা বানু (৬০) বাদি হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, হাসিনা বানুর মেয়ে মোছা: সুমাইয়া সম্পা এর সাথে তার জামাই আহসান হাবিব জুয়েলের ৬ মাস পুর্বে বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ বিচ্ছেদ কে কেন্দ্র করে শত্রুতা সৃষ্টি হয়।পরে একপর্যায়ে গত শুক্রবার জুয়েল, মাহাবুব হোসেন, হাসিনা বানু জোসনা, রিয়াদ মিয়া,ও স্বপ্না বেগম দেশীয় অস্ত্র নিয়ে হাসিনা বানুর বসতবাড়িতে ঢুকে ঘরের জানালার থাই গ্লাস ভাঙ্গে এবং তার বাড়ীর সামনে নতুন বসতবাড়ির ইটের প্রাচীর ভেঙে ফেলে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করে। ভুক্তভোগী হাসিনা বানু বাধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে প্রান নাশের হুমকি দেওয়া হয়। এই বিষয়ে ভুক্তভোগী হাসিনা বানু পুলিশ ও প্রশাসনের কাছে তার জীবনের নিরাপত্তা চেয়েছেন।