
প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
গত ২০ এপ্রিল একটি গাইবান্ধার সাপ্তাহিক পত্রিকায় ” আমার বড় ছেলে রাকিব, মেজো ছেলে রাজু, ও ছোট ছেলে রাজিব এর বিরুদ্ধে প্রকাশ্যে মাদক কেনা বেচা ও মাদকসেবী ও ফেসবুক থেকে টিক টকের একটি ছবি দিয়ে প্রকাশিত হয়েছে তা সম্পূর্নভিত্তিহীন উদ্দ্যেশ্য প্রনোদিত। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
(মোছাঃ লাভলী বেগম)
স্বামী মোঃ রেজাউল ইসলাম
সাং- পূর্ব খামার বোয়ালী থানা +
জেলা গাইবান্ধা।
মোবাইল:০১৮৪২৬৮২৪৭৯