বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

  • Reporter Name
  • Update Time : 01:15:06 pm, Sunday, 19 January 2025
  • 55 Time View

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাটারে রাতের আধারে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অবস্থিত টিনের তৈরি পাটাভোগ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাটারে রোববার সকালে ‘জয় বাংলা’ শ্লোগান লেখা দেখতে পান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা এখনো শ্রীনগরে অবাধে চলাফেরা করছে এটাই তার প্রমাণ। আওয়ামী লীগের দোসররা চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। সেই লক্ষ্যেই রাতের আধারে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনে সেই দাবি জানাচ্ছি।বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার (ওসি) তদন্ত শাকিল আহমেদ বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Tavir Rahman

Popular Post

বিএনপি কার্যালয়ে লেখা ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

Update Time : 01:15:06 pm, Sunday, 19 January 2025

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাটারে রাতের আধারে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অবস্থিত টিনের তৈরি পাটাভোগ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাটারে রোববার সকালে ‘জয় বাংলা’ শ্লোগান লেখা দেখতে পান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা এখনো শ্রীনগরে অবাধে চলাফেরা করছে এটাই তার প্রমাণ। আওয়ামী লীগের দোসররা চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। সেই লক্ষ্যেই রাতের আধারে এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনে সেই দাবি জানাচ্ছি।বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার (ওসি) তদন্ত শাকিল আহমেদ বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।