তারকাদের মাদকাসক্তি নিয়ে শোবিজে তোলপাড়

  • Reporter Name
  • Update Time : 07:11:24 am, Sunday, 22 December 2024
  • 30 Time View

শোবিজে তারকাদের মাদকাসক্তি নতুন কিছু নয়। এটি মিডিয়ায় ওপেন সিক্রেট। তবে তা যখন আইনের গ-িতে পড়ে, তখন তোলপাড় শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন মাদকাসক্তি এবং মাদক কারবারের সাথে জড়িত তারকাদের তলবের কথা বলেছে, তখনই শোবিজে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছেন তানজিন তিশা, সাফা কবির, মনতাহা টয়া প্রমুখ। আরও অনেকের নাম আলোচিত হচ্ছে। যাদের নাম উচ্চারিত হচ্ছে, তারা এখন নানাভাবে মান বাঁচাতে মরিয়া। অথচ মাদক গ্রহণ কালে এটা ভাবেনি, শোবিজে কোনো কিছু গোপন থাকে না। এখন মান বাঁচাতে ছুটাছুটি শুরু করেছে। ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের তলবের জন্য ব্যবস্থা নেবেন তদন্ত কর্মকর্তা। মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়পড়–য়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্যপ্রমাণসহ সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রুপ থেকে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য। অনেক পরিচিত নায়ক, নায়িকা ও মডেল মাদক সেবন এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথমসারির অভিনেত্রী ও মডেলের মাদক স¤পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, শোবিজে বিভিন্ন ধরনের মাদকাসক্তি একটি নিয়মিত ঘটনা। অনেকে তারকা আছেন, যারা নিয়মিত মাদকসেবন করেন। তাদের অনেকে শুটিং স্পট কিংবা ঘরোয়া আড্ডায় মাদকসেবন করে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Tavir Rahman

Popular Post

তারকাদের মাদকাসক্তি নিয়ে শোবিজে তোলপাড়

Update Time : 07:11:24 am, Sunday, 22 December 2024

শোবিজে তারকাদের মাদকাসক্তি নতুন কিছু নয়। এটি মিডিয়ায় ওপেন সিক্রেট। তবে তা যখন আইনের গ-িতে পড়ে, তখন তোলপাড় শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন মাদকাসক্তি এবং মাদক কারবারের সাথে জড়িত তারকাদের তলবের কথা বলেছে, তখনই শোবিজে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছেন তানজিন তিশা, সাফা কবির, মনতাহা টয়া প্রমুখ। আরও অনেকের নাম আলোচিত হচ্ছে। যাদের নাম উচ্চারিত হচ্ছে, তারা এখন নানাভাবে মান বাঁচাতে মরিয়া। অথচ মাদক গ্রহণ কালে এটা ভাবেনি, শোবিজে কোনো কিছু গোপন থাকে না। এখন মান বাঁচাতে ছুটাছুটি শুরু করেছে। ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের তলবের জন্য ব্যবস্থা নেবেন তদন্ত কর্মকর্তা। মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়পড়–য়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্যপ্রমাণসহ সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রুপ থেকে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য। অনেক পরিচিত নায়ক, নায়িকা ও মডেল মাদক সেবন এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথমসারির অভিনেত্রী ও মডেলের মাদক স¤পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, শোবিজে বিভিন্ন ধরনের মাদকাসক্তি একটি নিয়মিত ঘটনা। অনেকে তারকা আছেন, যারা নিয়মিত মাদকসেবন করেন। তাদের অনেকে শুটিং স্পট কিংবা ঘরোয়া আড্ডায় মাদকসেবন করে থাকেন।