চাকরি জাতীয়করনের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আন্দোলনরত শিক্ষক দের উপর পুলিশী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের গানাসাস মার্কেটের সামনে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন দীপান্তর ২৪ এর আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক নুর ইসলাম নুর, হাবিবুল্লাহ নুরী । সংহতি জানিয়ে বক্তব্যদেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সম্পাদক,এ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন শিল্পী, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন দীপান্তর ২৪ জেলার সভাপতি এস.এম মনিরুজ্জামান সবুজ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন,
এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করনের দাবি নিয়ে আন্দোলনে যাওয়া ব্যক্তিদের ওপর ফ্যাসিস্ট কায়দায় যে হামলা চালানো হয় তার তীব্র নিন্দা জানান তারা। ইবতেদায়ি শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলো। এই শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ তাদের ওপর অতর্কীত হামলা করে আহত করেছে। শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক এই হামলার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা এই হামলা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের সাথে বসে এর সমাধান করতে হবে। তারা অতিদ্রুত দেশের সকল এবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষকদের চাকরী জাতীয়করনের জোর দাবি জানান ।
প্রসঙ্গত: গত রোববার দুপুরে ঢাকার শাহাবাগে চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবীতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।